শুক্রবার ২৯ মার্চ ২০২৪



‘রেল সেবা’ অ্যাপ উ‌দ্বোধন


আলোকিত সময় :
22.06.2022

আলোকিত সময় ডেস্ক :

পবিত্র ঈদুল-আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামী ১ জুলাই। চলবে ৫ জুলাই পর্যন্ত। ১ থে‌কে ৫ জুলাই‌ পর্যন্ত পর্যায়ক্রমে ৫ থে‌কে ৯ জুলাই‌য়ের ট্রেনের টি‌কিট বি‌ক্রি হবে। আবার ৭ জুলাই থে‌কে ফির‌তি যাত্রার টি‌কিট বি‌ক্রি করা হ‌বে। বুধবার রাজধানীর রেলভব‌নে ট্রেনের টি‌কিট বিক্রির অ্যাপ ‘রেল সেবা’ উ‌দ্বোধন শেষে এ তথ্য জানান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। অনলাইন টি‌কি‌টের অ‌র্ধেক ও‌য়েবসাই‌টে এবং অ‌র্ধেক অ্যাপে বি‌ক্রি করা হ‌বে।

জানা যায়, ১ জুলাই ৫ জুলাই‌য়ের, ২ জুলাই ৬ জুলাই‌য়ের, ৩  জুলাই ৭ জুলাই‌য়ের, ৪ জুলাই  ৮ জুলাই‌য়ের এবং ৫ জুলাই ৯ জুলাই‌য়ের ট্রেনের টি‌কিট বি‌ক্রি করা হ‌বে। ফিরতি যাত্রায় ৭ জুলাই ১১ জুলাই‌য়ের, ৮ জুলাই ১২ জুলাই‌য়ের, ৯ জুলাই ১৩ জুলাই‌য়ের এবং ১১ জুলাই ১৪ এবং ১৫ জুলাই‌য়ের ট্রেনের টি‌কিট বি‌ক্রি করা হ‌বে।

রেলমন্ত্রী জানান, কমলাপুরসহ ছয় জায়গা থে‌কে ঈ‌দের ট্রেনের আগাম টি‌কিট বি‌ক্রি হ‌বে। আ‌গের পাঁচ জায়গার স‌ঙ্গে যোগ হ‌চ্ছে ক্যানটন‌মেন্ট স্টেশন। টিকিটের অর্ধেক অনলাইনে এবং বাকি অর্ধেক স্টেশনের কাউন্টারে বিক্রি হবে।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি