মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪



টেকনাফে এপিবিএন বিট পুলিশিং সভা অনুষ্ঠিত


আলোকিত সময় :
29.06.2022

মোঃআলমগীর আজিজ,টেকনাফ:(কক্সবাজার) প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফ ব্যাটালিয়নের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প ২৫ নং আলীখালীতে এপিবিএন ক্যাম্পের কম্পাউন্ডে রোহিঙ্গা সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, অস্ত্র, অপহরন, বাল্য বিবাহ, ইভটিজিং এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ জুন বুধবার ২০২২ইং তারিখ সাড়ে ১২ ঘটিকার সময় আলীখালী এপিবিএন ক্যাম্পের কম্পাউন্ডে ১৬ এপিবিএনের অধিনায়ক তারিকুল ইসলামের সভাপতিত্বে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,১৬ এপিবিএন এর  অধিনায়ক (এসপি) মোঃ তারিকুল ইসলাম, পিপিএম। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের সহ-অধিনায়ক (অতিঃ পুলিশ সুপার), ক্যাম্পের ক্যাম্প কমান্ডার (অতিঃ পুলিশ সুপার), সহকারী ক্যাম্প কমান্ডার, অপারেশন্স অফিসারসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্সসহ  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রোহিঙ্গা মাঝি, সাব-মাঝি, ভলান্টিয়ারসহ প্রায় ৪০০ জন রোহিঙ্গা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত রোহিঙ্গাদের সাথে ক্যাম্প এলাকার আইন-শৃঙ্খলার চলমান পরিস্থিতি, নিরাপত্তার দিক ও ক্যাম্প এলাকার বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করা হয়। পাশাপাশি ক্যাম্প এলাকায় সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, ধর্ষণ, মারামারি ও চাঁদাবাজিসহ সকল ধরনের অপরাধ মূলক কর্মকান্ড রোধকল্পে এপিবিএনকে সহযোগিতা করার জন্য আহবান জানান টেকনাফ ১৬ এপিবিএন এর অধিনায়ক তারিকুল ইসলাম।
সভার শেষে রোহিঙ্গা শিশুদের মাঝে চকলেট বিতরন ও বিট পুলিশিং সভা শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি