শনিবার ২০ এপ্রিল ২০২৪



আজ হজের শেষ ফ্লাইট


আলোকিত সময় :
03.07.2022

আলোকিত সময় ডেস্ক :

এ বছরে হজের শেষ ফ্লাইট যাচ্ছে আজ রবিবার (৩ জুলাই)। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত দেশের ৫৩ হাজার ৩৬৭ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

এবার রাষ্ট্রীয় খরচ ও গাইডসহ সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার জন হজযাত্রী গেছেন। মোট ১৬৭টি ফ্লাইটে তারা সৌদি যান। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮২টি, সৌদি এয়ারলাইন্সের ৫৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের পরিচালিত ১০টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরব পৌঁছান।

হজের প্রথম ফ্লাইট ঢাকা ছাড়ে গত ৫ জুন। এ পর্যন্ত ১০ জন হজযাত্রী ইন্তেকাল করেছেন। এরমধ্যে ৩ জন নারী রয়েছেন। এদের মধ্যে মক্কায় ৮ জন ও মদিনায় ২ জন ইন্তেকাল করেন।

আগামী ৮ জুলাই পবিত্র হজ পালিত হবে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। শেষ হবে ৪ আগস্ট।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি