শনিবার ২০ এপ্রিল ২০২৪



ইউক্রেনের আটটি ক্ষেপণাস্ত্র ও একটি আর্টিলারি আর্মস ডিপো ধ্বংস করেছে রাশিয়া


আলোকিত সময় :
26.07.2022

আলোকিত সময় ডেস্ক :

রুশ বাহিনী ইউক্রেনের মিকোলাইভ অঞ্চলে দেশটির আটটি ক্ষেপণাস্ত্র ও একটি আর্টিলারি আর্মস ডিপো ধ্বংস করেছে। সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) আল জাজিরার লাইভ প্রতিবেদন এই তথ্য জানিয়েছে।

বন্দরনগরী মিকোলাইভে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, ইউক্রেনের এমন দাবির পর রাশিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এর আগে এক ভিডিও প্রকাশ করেছেন। সেই ভিডিওতে জাতোকায় বাড়ির ধবংসাস্তুপ দেখা গেছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১৫৩ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি