সোমবার ৪ নভেম্বর ২০২৪



ধর্মপাশায় নগদ অর্থ ও হাইজিন কিট বিতরণ


আলোকিত সময় :
22.09.2022

এম এম এ রেজা পহেল,ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ধর্মপাশায় বন্যায় ক্ষতিগ্রস্থ জনসাধারণের জন্য মানবিক সহায়তা প্রদান কর্মসূচির আওতায় ১৫০ জন নারী পুরুষের মাঝে নগদ অর্থ ও হাইজিন কিট বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১১টায় ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইকো ফান্ডের থেকে প্রাপ্ত সহায়তা বেসরকারি সংস্থা পারির সহযোগীতায় ওয়ার্ল্ড ভিশন এ বিতরণ কার্যক্রম সম্পন্ন করে। ওয়ার্ল্ড ভিশনের ধর্মপাশা এপির কর্মসূচি ব্যবস্থাপক সাগর জন কস্তার সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত সভা প্রধান অতিথি ছিলেন ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু। পারির সিডিও বিদ্যুৎ মাংসাংয়ের পরিচালনায় বক্তব্য দেন, পারির কর্মসূচি ব্যবস্থাপক অঞ্জন কুমার রুরাম, ইকোর কর্মসূচি কর্মকর্তা জনপল, সমকাল সাংবাদিক এনামুল হক। পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ উপকারভোগীদের হাতে নগদ ও হাইজিন কিট তুলে দেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি