
উত্তম চক্রবর্তী,মণিরামপুর প্রতিনিধি :
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে আয়বর্ধনমূলক কর্মসূচি বাস্তবায়নে রাজগঞ্জ অঞ্চলের অস্বচ্ছল মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর-২০২২) সকালে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে নব জীবন, পলাশপোল সাতক্ষীরার বাস্তবায়নে ও নভো জীবন ইউকে-এর সহযোগীতায় ১৫জন মহিলার মাঝে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। রাজগঞ্জের এবিএস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. আব্দুল হক তুহিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মো. কবির হোসেন পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও রাজগঞ্জ বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাসুদ কামাল তুষার, সমাজ সেবক পরিমল কুমার সাধু প্রমূখ।