সোমবার ২ অক্টোবর ২০২৩



রাজগঞ্জে মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ


আলোকিত সময় :
22.09.2022

উত্তম চক্রবর্তী,মণিরামপুর প্রতিনিধি :

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে আয়বর্ধনমূলক কর্মসূচি বাস্তবায়নে রাজগঞ্জ অঞ্চলের অস্বচ্ছল মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর-২০২২) সকালে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে নব জীবন, পলাশপোল সাতক্ষীরার বাস্তবায়নে ও নভো জীবন ইউকে-এর সহযোগীতায় ১৫জন মহিলার মাঝে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। রাজগঞ্জের এবিএস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. আব্দুল হক তুহিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মো. কবির হোসেন পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও রাজগঞ্জ বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাসুদ কামাল তুষার, সমাজ সেবক পরিমল কুমার সাধু প্রমূখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি