বুধবার ২৯ নভেম্বর ২০২৩



কালীগঞ্জে তিন পেট্রোল পাম্পকে জরিমানা


আলোকিত সময় :
24.09.2022

আশরাফুল হক, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ 

কালীগঞ্জে অনুমোদনবিহীন
তিনটি পেট্রোল পাম্পকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান
আদালত।
কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট
উম্মে হাাফসা নাদিয়া এই জরিমানা করেন।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে অনুমোদনবিহীন ভাবে জ্বালানী
তেল বিক্রয় করায় উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের (গাজীপুর-ইটাখোলা
সড়কে) আজমতপুর চেীরাস্তা সংলগ্ন মেসার্স আরিফ
এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা, মেসার্স কে.এন এন্টারপ্রাইজকে
২০ হাজার টাকা ও মেসার্স মদিনা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা
করে মোট ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট
উম্মে হাাফসা নাদিয়া প্রতিবেদককে জানান, পাম্প মালিকরা সরকারী
আইন অমান্য করে অনুমোদনবিহীন ভাবে জ্বালানী তেল বিক্রয় করে
আসছিল। তাই তাদেরকে জরিমানা করা হয়েছে এবং লাইসেন্স করার জন্য
নির্দেশ দেওয়া হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি