শুক্রবার ২৯ মার্চ ২০২৪



পথচারীদের তৃষ্ণা নিবারনে মানবিক সংগঠন হাসি’র সুপেয় পানির মেশিন স্থাপন


আলোকিত সময় :
25.09.2022

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম :

চট্টগ্রামের মানব সেবামুলক সংগঠন হাসি’র পক্ষ হতে নগরীর কদম মোবারক সিটি করপোরেশন স্কুলের শিক্ষার্থীদের জন্য একটি ও পথচারীদের জন্য স্কুল গেইটের সামনে একটি সহ মোট দুইটি বিশুদ্ধ সুপেয় পানির মেশিন বসানো হয়েছে। উদ্বোধন করেন আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর বাবু জহর লাল হাজারী ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। এসময় আরো উপস্থিত ছিলেন, হাসি সংগঠনের সাধারণ সম্পাদক নেছারউদ্দিন শাহনেওয়াজ, আবদুর নুর আইয়ুব, মো. মহিউদ্দিন, সৌদি প্রবাসী মোছলেহ উদ্দিন মুন্নার প্রতিষ্ঠিত এই সংগঠন সর্বসাধারণের তৃষ্ণা নিবারনের জন্য নগরীতে এর আগে আরো ৯টি মেশিন স্থাপন করা হয়। স্থানগুলো হলো কোতোয়ালি থানার মোড়, চাকতাই ভাংগার পুল, বকসির হাট আনসার ক্লাব, জামেয়া আহমদিয়া সুন্নীয়া মাদ্রাসা, কর্ণফুলী নতুন ব্রীজ, স্টেশন রোড নুপুর মার্কেট, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। পরবর্তীতে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে আরেকটি মেশিন বসানো হবে বলে হাসি সংগঠনের পক্ষ থেকে বলা হয়। উল্লেখ্য, করোনা কালে ত্রান বিতরণ, মাস্ক,সাবান,নগদ অর্থ প্রদান সহ দীর্ঘ সাত বছর যাবত অসহায় দুস্থ মানুষের জন্য কাজ করে যাচ্ছে মানবিক সংগঠন হাসি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি