বুধবার ২৯ নভেম্বর ২০২৩



কুড়িগ্রামে ঘন কুয়াশা জানিয়ে দিচ্ছে শীতের আগমনী বার্তা


আলোকিত সময় :
13.11.2022

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম প্রতিনিধি :

হেমন্তের সকালে ঘন কুয়াশা আর ঠাণ্ডা হাওয়া জানিয়ে দিচ্ছে শীতের আগমনী বার্তা। এবার আগে ভাগেই উত্তরের জেলা কুড়িগ্রামে শীত নামা শুরু হয়েছে।
রোববার সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।এদিকে মাঝরাত থেকে ঝিরঝির বৃষ্টির মতো ঝরছে শিশির ফোঁটা। সড়কে ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। সেই সঙ্গে বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্নআয়ের মানুষগুলো। তাদের সময় মতো কাজে যেতে বেগ পেতে হচ্ছে।
কুড়িগ্রাম কৃষি আবহাওয়া অফিসের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা তুহিন আহমেদ জানান, রোববার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৭২ ঘণ্টা আবহাওয়া অপরিবর্তিত থাকবে।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি