
এম এম এ রেজা পহেল, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার মধ্যনগর সদর ইউনিয়নের মধ্যনগর বাজারের স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে রবিবার সকাল ১১টার দিকে মধ্যনগর থানা পুলিশের উদ্যোগে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জাহিদুল হক। এসআই মশিউর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, মধ্যনগর বাজার বনিক সমিতির সভাপতি অমরেশ রায় চৌধুরী,সংস্কৃতি কর্মী আলা উদ্দিন, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন তালুকদার, কুতুব উদ্দিন তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার,যুগ্ম সম্পাদক ওবায়দুল ইসলাম খান রনি, মধ্যনগর ইউপি চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদার টিটো প্রমুখ।