শুক্রবার ২৯ মার্চ ২০২৪



বাঘা পৌর নির্বাচন ঃ মেয়রসহ ৬১ প্রার্থীর মনোনয়ন জমা


আলোকিত সময় :
01.12.2022

আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :

আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য, বাঘা পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার (১ ডিসেম্বর), মেয়র পদে ৮জন সহ সাধারণ ও সংরক্ষিত আসন মিলে মোট ৬১ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মেয়র পদে ৮জন হলেন- আওয়ামীলীগের শাহিনুর রহমান,স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বর্তমান মেয়র আব্দুর রাজ্জাক(বিএনপি), সাবেক মেয়র আক্কাছ আলী(আ’লীগ), কামাল হোসেন,তফিকুল ইসলাম (বিএনপি), সাইফুল ইসলাম,আব্দুল নুহু ও ইসরাফিল হোসেন। মেয়র পদে মনোনয়ন উত্তোলন করেছিলেন ১০জন। সংরক্ষিত ওয়ার্ড-১ (১,২,৩) ৩ জন,সংরক্ষিত ওয়ার্ড-২ (৪,৫,৬)-৫জন ,সংরক্ষিত ওয়ার্ড-৩ (৭,৮,৯) ৫জন। সাধারণ কাউন্সিলর পদে- ওয়ার্ড (১)৪ জন , ওয়ার্ড (২)-৪ জন,ওয়ার্ড (৩)৫ জন,ওয়ার্ড (৪) ৬জন,ওয়ার্ড (৫)৭জন,ওয়ার্ড(৬)৪জন,ওয়ার্ড(৭)২জন,ওয়ার্ড(৮)৩জন ওয়ার্ড(৯)৫জন। বৃহসপতিবার (০১-১২-২২) অফিস চলাকালিন সময়ে প্রার্থীরা তাদের সমর্থিত লোকজন নিয়ে উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেন। নির্বাচন অফিসার ও সহকার রির্টানিং অফিসার মুজিবুল আলম জানান, আগামী ২৯ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে । যাচাই-বাছাই ৩ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১০ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১১ ডিসেম্বর। পৌরসভায় পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ৬৫৯ । এর মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৮১২ ও নারী ভোটার ১৫ হাজার ৮৫৭ জন। ১১ টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহন করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি