
আলোকিত সময় ডেস্ক :
যুক্তরাষ্ট্রে একটি নতুন সমীক্ষায় জানানো হয়, গত ৩০ বছরে দেশটিতে বন্দুক হামলায় ১০ লাখেরও বেশি লোক নিহত হয়েছেন। দ্য হিলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ১৯৯০ থেকে ২০২১ সাল পর্যন্ত আগ্নেয়াস্ত্র সংক্রান্ত ঘটনায় যুক্তরাষ্ট্রে প্রায় ১১ লাখ ১০ হাজার মানুষ মারা গেছেন। তাদের মধ্যে প্রায় ৮৬ শতাংশ পুরুষ।
এক্ষেত্রে মানবাধিকার শূন্যের কোটায়।
যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বলছে, যুক্তরাষ্ট্রের ৩২ কোটি নাগরিকের হাতে ৩৯ কোটি বন্দুক আছে। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে একটি প্রতিবেদনও ছেপেছে সিডিসি।
অনুসন্ধানে আরও দেখা গেছে, ২০০৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্রে মৃত্যু হার কমে প্রতি ১ লাখ মানুষের মধ্যে মৃত্যুর সংখ্যা দাঁড়ায় প্রায় ১০ জন।
২০১০ সালে এই হার আবার বাড়তে শুরু করে। অবশেষে ৪৫.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০২১ সালে প্রতি ১ লাখে আগ্নেয়াস্ত্রে মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ১৪.৭ জন। সমীক্ষায় দেখা যায়, জাতিগত বৈষম্যের কারণে আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট ঘটনায় মৃত্যুর হার বেড়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এই বৈষম্য আরও বৃদ্ধি পেয়েছে।