
এম এম এ রেজা পহেল, ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের মেউহারী গ্রামের সামনে মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে সামনে রেখে শনিবার সকাল ১১টার দিকে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করেছেন বঙ্গবন্ধু পরিষদের সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক ড.মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার।এতে উপজেলার সদর ইউনিয়নের মেউহারী, ঘুলুয়া, রাধানগর ও কাইকুড়িয়া গ্রামের তিন শতাধিক মানুষ অংশ নেয়। ধর্মপাশা সদর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবদুস সাত্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, ধর্মপাশা সদর ইউনিয়ন আওযামী লীগ নেতা শাহজাহান কবীর,আবদুল্লাহ, ধর্মপাশা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হেকিম,উপজেলা যুবলীগের সদস্য তৌফিকুল ইসলাম, ধর্মপাশা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি আল আমিন প্রমুখ।