
সরোয়ার আমিন বাবু, বিশেষ প্রতিনিধি :
রাজধানী ঢাকার মত চট্টগ্রামেও মেট্রোরেল হবে। এজন্য প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। বন্দরনগরী চট্টগ্রামের উন্নয়নে আওয়ামী লীগ সরকার আন্তরিক। আজও ২৯ টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ৫টি উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছি। এগুলো আপনাদের জন্য উপহার। কর্ণফুলী নদীর নীচে টানেল হচ্ছে। কক্সবাজারে মেরিন ড্রাইভ হচ্ছে। বৃহত্তর চট্টগ্রাম জুড়ে উন্নয়ন কাজ চলমান। এর সুফল ভোগ করবে চট্টগ্রাম সহ সারা দেশবাসী। রোববার (৪ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, সারাবিশ্বে এখন জ্বালানি সংকট। ইউরোপের অনেক উন্নত দেশ এই সংকট উত্তরনে খাদ্য, বিদ্যুৎ ও তেল সাশ্রয় করছে। বিদ্যুৎ, পানি ও জ্বালানি ব্যবহারে আমাদেরকেও সাশ্রয়ী হতে হবে। তিনি বলেন, ব্যাংকের রিজার্ভ নিয়ে কুচক্রী মহল বিভ্রান্তি ছড়াচ্ছে। দেশে এখনও পর্যাপ্ত রির্জাভ আছে। রিজার্ভের কিছু টাকা জনগণের কল্যাণে ব্যয় করা হয়েছে। আমরা অসহায় মানুষের জন্য বিনামূল্যে খাদ্য দিয়েছি। কৃষকদেরকে টাকা দেওয়া হয়েছে যাতে তারা চাষবাস করতে পারে। শ্রমিকদের বেতন দিয়েছি। ব্যবসা বানিজ্য যেন স্বাভাবিক চলতে পারে এজন্য বিশেষ প্রণোদনা দিয়েছি ব্যবসায়ীদের। বিনামূল্যে ঔষধ ও ভ্যাকসিন দিয়েছি,যা ইউরোপ ও আমেরিকার অনেক উন্নত দেশও দিতে পারে নি। আমরা সবসময় জনগনের কথাই ভাবি ও তাদের জন্য কাজ করি। ‘ব্যাংকে টাকা নেই’- এমন গুজব ছড়ানো হচ্ছে। অথচ গত কয়েকদিনে যারা ব্যাংকে যারা টাকা তুলতে গেছে সবাই তো টাকা পেয়েছে। গুজব রটিয়ে চোরকে চুরি করার সুযোগ করে দিচ্ছে বিএনপি নেতারা। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে কোন খাদ্য সংকট নেই।