মঙ্গলবার ২১ মার্চ ২০২৩



সুশান্ত বড়ুয়ার লেখায় “ভালোবাসা কি মুখে বলতে হয়” !


আলোকিত সময় :
27.12.2022

চট্টগ্রাম প্রতিনিধি :

আর মাত্র কয়দিন পরেই নতুন বছর এবং তারপরে পালিত হবে বিশ্ব ভালোবাসা দিবস আর সেই উপলক্ষে খুব শীঘ্রই ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে যাচ্ছে শিল্পী আলাউদ্দিন তাহেরের রোমান্টিক গানের মিউজিক ভিডিও ভালোবাসা কি মুখে বলতে হয় বড়ুয়ার লেখায় মিউজিক মাষ্টারিং করেছেন ওপার বাংলার রকেট মন্ডল সুর করেছেন আলাউদ্দিন তাহের গানটির ভয়েস ডাবিং হয়ে কলকাতার হংসধনী স্টুডিওতে মিক্সিং করেন রবি মাঝি গানটি শ্রোতাদের কাছে ভালো লাগবে বলে আলাউদ্দিন তাহের আশাবাদী প্রায় তিন যুগেরও বেশি সময় ধরে বেতার টেলিভিশন এবং মঞ্চে নিয়মিত গান করে যাচ্ছেন আলাউদ্দিন তাহের চট্টগ্রামের এই গুণী শিল্পী একাধিক মিউজিক ভিডিও প্রকাশ করেছেন তার মধ্যে সবগুলো গানই শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পেয়েছে আর এবারের মিষ্টি প্রেমের এই গানটি নিয়েও তিনি খুবই আশাবাদী গানটি তৈরি করতে তিনি বেশ পরিশ্রম করেছেন বলে জানিয়েছেন। লেখক সুশান্ত বড়ুয়ার বেশ কিছু বাংলা ও চাটগাঁইয়া গান বের হয়েছে এবং কিছু গান অনেক জনপ্রিয়তাও পেয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি