শুক্রবার ২৯ মার্চ ২০২৪
  • প্রচ্ছদ » জাতীয় » এজাজ আহমেদ কারগিল বাংলাদেশে থেকে জঙ্গিদের সক্রিয় করতেন



এজাজ আহমেদ কারগিল বাংলাদেশে থেকে জঙ্গিদের সক্রিয় করতেন


আলোকিত সময় :
17.01.2023

জ্যেষ্ঠ প্রতিবেদক :

আল-কায়েদার অন্যতম শীর্ষ নেতা এজাজ আহমেদ কারগিল বাংলাদেশে থেকে জঙ্গিদের সক্রিয় করতেন। তিনি একসময় আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেনের সহযোগী ছিলেন। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের জঙ্গি কার্যক্রম মনিটরিং করতেন কারগিল।

বাংলাদেশে জঙ্গিদের উন্নত প্রশিক্ষণ দেওয়া হয় বান্দারবানের থানচি উপজেলার গহিন অরণ্যে। ২০১০ সালে ওসামা বিন লাদেনকে হত্যার পর এজাজ আহমেদ কারগিল বাংলাদেশ থেকে চলে যান আফগানিস্তানে। তার আল-কায়েদার প্রধান হওয়ার কথা ছিল। কিন্তু তার পরিবর্তে আয়মান আল-জাওয়াহিরিকে আল-কায়েদার প্রধান করা হয়। পরবর্তী সময়ে এজাজ আহমেদ কারগিল আর বাংলাদেশে ফিরে আসেননি, আফগানিস্তানে থেকে যান। বাংলাদেশে থাকাকালে বিয়ে করেন নাজনিন সুলতানাকে। তাদের কোনো সন্তান নেই। পরে আফগানিস্তানে এক মার্কিন ড্রোন হামলায় নিহত হন কারগিল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি