
ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের ১৮ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। দুই বছর মেয়াদি গঠিত এ কমিটিতে দৈনিক মানজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. ইসহাক মিয়াকে সভাপতি ও দৈনিক আমার সংবাদ, দৈনিক আলোকিত সময়, দৈনিক হাওরাঞ্চলে কথা,লন্ডন বাংলা, দৈনিক দেশবাংলা প্রতিদিন, দৈনিক বর্তমান সময়,পত্রিকার ধর্মপাশা উপজেলা প্রতিনিধি এম এম এ রেজা পহেলকে সাধারণ সম্পাদক পূনরায় নির্বাচিত করা হয়েছে। রবিবার দুপুর ১টায় উপজেলা সদরে হাজী তহুর আলী সুপার মার্কেটে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্ব সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন সহ-সভাপতি সানোয়ার জাহান চৌধুরী (দৈনিক আমাদের নতুন সময় ) যুগ্ম সাধারণ সম্পাদক নুর রহমান তুষার (দৈনিক তৃতীয় মাত্রা) সাংগঠনিক সম্পাদক আকিক নুর খান পাঠান (দৈনিক খোলা কাগজ) দপ্তর সম্পাদক কৃপেষ চন্দ্র রিংকু (দৈনিক ব্রহ্মপুত্র) কোষাধ্যক্ষ শাখিন শাহ ( দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন) প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শুভন মিয়া (দৈনিক আমাদের কন্ঠ ) সম্মানিত সদস্য কুতুব উদ্দিন তালুকদার( দৈনিক আজকের বসুন্ধরা) মো. মিঠু মিয়া (দৈনিক যায়যায়দিন) আব্দুর রব সজল (দৈনিক আলোকিত বাংলাদেশ) আরিফ খান ( দৈনিক ডেইলি অবজারভার) বশির আহমেদ (দৈনিক সুনামগঞ্জের ডাক) মোজাহিদ আহমেদ পাখি ( দৈনিক শুভ প্রতিদিন) রুমান সারোয়ার (দৈনিক আজকের বসুন্ধরা) অনুপ তালুকদার (দৈনিক গড়ব বাংলাদেশ) শান্ত তালুকদার ( দৈনিক নতুন বাজার)।