মঙ্গলবার ২১ মার্চ ২০২৩
  • প্রচ্ছদ » রাজনীতি » বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে বিশ্ব চোরের উপাধি অর্জন করেছিল : তথ্যমন্ত্রী



বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে বিশ্ব চোরের উপাধি অর্জন করেছিল : তথ্যমন্ত্রী


আলোকিত সময় :
01.03.2023

নিজস্ব প্রতিবেদক :

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) আয়োজিত ২১ দিনব্যাপী অমর একুশে বই মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, দুর্নীতির টাকা পাচারের কারণে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার শাস্তি হয়েছে। লুটের টাকা বিদেশে পাচার করার কারণে তারেক রহমানের বিরুদ্ধে আমেরিকার এফবিআই এসে বাংলাদেশে সাক্ষী দিয়ে গেছে। দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে বিএনপি বিশ্ব চোরের উপাধি অর্জন করেছিল। সেই বিএনপি যখন দুর্নীতির অভিযোগ করে, তখন শুধু মানুষ নয় গাধাও হাসে, হনুমানও ভেংচি কাটে।

তিনি বলেন, বই পোড়ানো যেমন অপরাধ, বই না পড়াও অপরাধ। বাংলাদেশে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ প্রথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা চালু করেছেন। গত এক যুগের বেশি সময় ধরে প্রতি বছর ৩৫ কোটির বেশি বই বিনামূল্যে দেয়া হচ্ছে। বাংলাদেশের মতো জনবহুল আর কোনো দেশে এমন ব্যবস্থা চালু নেই।

তিনি বলেন, আপনাদের মনে থাকার কথা ২০১৪ সালে স্কুল ঘরে নতুন বই সংরক্ষিত ছিল। সেই বইয়ের মধ্যে আগুন ধরিয়ে দেয়া হয়েছিল। পাঁচশ স্কুলঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল। নির্বাচন প্রতিহতের নামে এ কাজটি করেছে বিএনপি এবং তার নেতৃত্বাধীন জোট।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি