বুধবার ২৯ নভেম্বর ২০২৩



ডালাসে আবাসিক ভবনে গুলিতে চারজন নিহত


আলোকিত সময় :
13.03.2023

আলোকিত সময় ডেস্ক :

যুক্তরাষ্ট্রের ডালাসে একটি আবাসিক ভবনে গুলিতে চারজন নিহত হয়েছেন। রবিবার রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ নিশ্চিত করেছে।

ডালাস পুলিশ বিভাগের পাবলিক ইনফরমেশন অফিসার জুয়ান ফার্নান্দেজ দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে ইমেইল বার্তায় বলেছেন, উত্তর-পশ্চিম ডালাসের ভিলাভার্ডে অ্যাভিনিওতে এ হত্যাকাণ্ড চালানো হয়।

ফার্নান্দেজ বলেন, চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে এবং নিহতদের সবাই ঘটনাস্থলেই মারা গেছেন। ঘটনার তদন্ত চলছেও বলে জানান তিনি।

নিহতদের পরিচয় এবং কোনো সন্দেহভাজন আটক করা হয়েছে কিনা তা প্রকাশ করা হয়নি।

সূত্র: এপি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি