মঙ্গলবার ২১ মার্চ ২০২৩



পানছড়িতে জোন কর্তৃক ফ্রি চিকিৎসা সেবা প্রদান


আলোকিত সময় :
13.03.2023

এস চাঙমা সত্যজিৎ, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের শনটিলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ সেনা বাহিনীর ফ্রী মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

আজ ১২ মার্চ ২০২৩ রবিবার দিনব্যাপী বাংলাদেশ সেনাবাহিনীর ৩০ বীর খাগড়াছড়ি জোন বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করেন।

ক্যাপ্টেন মোঃ মাহিম ইব্রাহীম ( আরএমও), ডাক্তার ইসরাত জাহান রোগীদের পরামর্শ ও চিকিৎসা সেবা প্রদান করেন। এ সময় পানছড়ি সেনা সাব জোন অধিনায়ক মেজর মোঃ জোবায়ের মাহামুদ , স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ , শতাধিক রোগী উপস্থিত ছিলেন।

এ সময় শনটিলা গ্রামের বাসিন্দা হালিমা বেগম, শরাফি উদ্দিন , মানিক চাকমাসহ বেশ কয়েক জনের সাথে আলাপকালে জানান, শনটিলা এলাকায় প্রায় ৪০০ পরিবারের বসবাস। আশপাশ এলাকার সড়ক যোগাযোগ ভালো থাকলেও শুধু ৩ কিলোমিটার রাস্তা নির্মাণ করে দিলেই এখানকার মানুষজন সড়ক যোগাযোগ ও চিকিৎসা সেবা ভালো পেতো বলে তারা জানান। যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় জরুরী রোগী নিয়ে যাতায়াত কঠিন হয়ে পড়ে। বাংলাদেশ সেনাবাহিনীর এমন ফ্রি চিকিৎসা সেবা অব্যাহত থাকলে আমরা প্রত্যন্ত এলাাকার লোকজন কঠিন ও জটিল রোগের সেবাসহ ভালো চিকিৎসা সেবা পাওয়া আরও সহজ হতো।

পানছড়ি সাব জোন অধিনায়ক মেজর মোঃ জোবায়ের মাহামুদ বলেন, পার্বত্যাঞ্চলের প্রতিটি উন্নয়নের ও সেবার সাথে বাংলাদেশ সেনা বাহিনী কাজ করে যাচ্ছে। শান্তি শৃঙ্খলা বজায় রাখা , সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ও অসহায় দুঃস্থদের পাশে খাগড়াছড়ি জোন সার্বক্ষনিক পাশে আছে ও থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি