মঙ্গলবার ২১ মার্চ ২০২৩



বাঘা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়


আলোকিত সময় :
13.03.2023

বাঘা (রাজশাহী)প্রতিনিধি:

বাঘা থানায় আয়োজিত মতবিনিময় সভায় ওসি খায়রুল ইসলাম (১২-৩-২০২৩) রবিবার গণমাধ্যম কর্মীদের বলেন, আপনারা জাতির বিবেক ,আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। আমি এ থানার একজন ওসি নয়, সেবক হিসেবে কাজ করতে চাই। এ জন্য সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। আমি এ সকল সমস্যা ও অপরাধ প্রতিরোধ করার জন্য সচেষ্ট আছি। একই সাথে পুলিশকে তথ্য দিয়ে সাহায্য করতে হবে। এই মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা দৈনিক সমকাল ও দৈনিক বার্তা সাংবাদিক , দৈনিক ইত্তেফাক/ সানশাইন বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান সাংবাদিক,দৈনিক কালের কন্ঠ/ সোনালী সংবাদ পত্রিকার সাংবাদিক লালন উদ্দিন, এবং দৈনিক এশিয়ান টিভির সাংবাদিক আক্তার রহমান , আমার সংবাদ পত্রিকার সাংবাদিক সাইদুল ইসলাম, সাংবাদিক আব্দুস সালাম, ইনকিলাব পত্রিকার সাংবাদিক ফজলুর রহমান মুক্তা, বাংলাদেশের খবর আশরাফুল ইসলাম, সাংবাদিক নাহিদ, সাংবাদিক জহুরুল ইসলাম সাপ্তাহিক পদ্মা প্রবাহ, দৈনিক ভোরের কাগজ ও দৈনিক নতুন প্রভাত পত্রিকার সাংবাদিক আব্দুল হামিদ মিঞাসহ বাঘা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ মত বিনিময়ে উপস্থিত ছিলেন ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি