মঙ্গলবার ২১ মার্চ ২০২৩
  • প্রচ্ছদ » আলোকিত জনপথ » ধর্মপাশার বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্টান পরিদর্শন করেন ইউওনো শীতেস চন্দ্র সরকার



ধর্মপাশার বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্টান পরিদর্শন করেন ইউওনো শীতেস চন্দ্র সরকার


আলোকিত সময় :
14.03.2023

এম এম এ রেজা পহেল, ধর্মপাশা(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ধর্মপাশায় মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউওনো)শীতেষ চন্দ্র সরকার। তিনি প্রথমে উপজেলার বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। পরে সাবরেজিস্টার অফিস ও পাইকুরাটি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এসময় বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষিকা ও উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের সাথে মতবিনিময় করেন।

সাবরেজিস্টার অফিসে ও পাইকুরাটি ইউনিয়ন ভূমি অফিসে সেবা নিতে আসা লোকজনের সাথে পরামর্শমূলক কথা বলেন। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার এসব প্রতিষ্ঠান এর উদ্দেশ্যে বলেন, দেশের ‘উন্নয়নের স্বার্থে এবং মানু্ষের ভোগান্তি কমাতে যেকোন কাজে উপজেলা প্রশাসনের সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে। যেকোন কাজে আমার অফিসের দরজা খোলা থাকবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি