মঙ্গলবার ২১ মার্চ ২০২৩



রোহিঙ্গা যুবক পাসপোর্ট করতে এসে আটক


আলোকিত সময় :
14.03.2023

নিজস্ব প্রতিবেদক :

খাগড়াছড়িতে পাসপোর্ট করতে এসে গেল বৃহস্পতিবার আটক রোহিঙ্গা যুবক মো. মাতালমকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার বিকেলে খাগড়াছড়ির জ্যেষ্ঠ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদুল আলম ৫ দিনের রিমান্ড আবেদনের শুনানিতে এ আদেশ দেন।

একইসাথে আটক রোহিঙ্গা যুবকের নামে ভোটার আইডি কার্ড, জন্মনিবন্ধন করতে সহযোগিতাকারীদের সংশ্লিষ্ট মামলায় সম্পৃক্ত করতে নির্দেশ দেন আদালত। বিষয়টি তদন্তে দুদককে অনুসন্ধানের নির্দেশ দেয়া হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গেল বৃহস্পতিবার খাগড়াছড়ি আঞ্চলিক পাসপোর্ট অফিসে ছবি তুলতে এসে আঙ্গুলের ছাপ দিতে গিয়ে সন্দেহজনক আচরণের জন্য আটক করা হয় মো. মাতালমকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বাবা আবু সৈয়দ রোহিঙ্গা নাগরিক হলেও সে খাগড়াছড়িতে এসে বিয়ে করার কথা স্বীকার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি