মঙ্গলবার ২১ মার্চ ২০২৩



খাগড়াছড়ির রামগড়ে ভিডব্লিউবি প্রোগ্রাম ও সংবর্ধনা অনুষ্ঠান


আলোকিত সময় :
15.03.2023

এস চাঙমা সত্যজিৎ,খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত ভালনারেবল উইমেন বিনিফিট (ভিডব্লিউবি) ২০২৩-২০২৪ প্রোগ্রাম এর ৬শত ১৯ টি কার্ড হস্তান্তর, ৪৬ জনকে আর্থিক অনুদান, চাল বিতরণ ও কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৪ই মার্চ ২০২৩ দুপুরে জেলার রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উইমেন বিনিফিট কার্ড হস্তান্তর ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজাতীয় শরনার্থী প্রত্যাবাসন ও পূনর্বাসন এবং আভ্যন্তরিণ উদ্ভাস্তু নির্দিষ্টকরণ ও পূনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ মর্যাদা সম্পন্ন) ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সদস্য কল‍্যাণ মিত্র বড়ুয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট আশুতোশ চাকমা, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা, জেলা পরিষদের সদ‍স‍্য শুভ মঙ্গল চাকমা, জেলা পরিষদ সদস্য নিলৎপল খীশা প্রমুখ। এছাড়াও রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতা আফরিন, রামগড় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা হোসেন, রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী, রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামালসহ উপজেলা ও ২নং ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও ইউপি সদস্য এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি