
বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি:
পার্বত্য অঞ্চলে বসবাসকারী বৌদ্ধ ধর্মালম্বী জনসাধারণের শিক্ষার প্রসার,দেশের বর্তমান প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যাবস্থায় ধর্মীয় শিক্ষার বিষয়ে বৌদ্ধ ভিক্ষু,শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে ধর্মীয় শিক্ষা প্রদানে আরো বেশি দক্ষতা অর্জনের প্রয়াসে গৌতমবুদ্ধের দেখনো দিকনির্দেশনায় ধর্মীয় গুরুদের আরো বেশি দক্ষতা অর্জন করতে তিন দিন ব্যাপি বৌদ্ধ ভিক্ষু সম্মেলনের প্রস্তুতি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমনটাই বলেন পার্বত্য বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা। তিন পার্বত্য জেলায় মোট ১২৯৬ টি বৌদ্ধ মন্দির আছে এর মধ্যে বান্দরবানে ৪৩৩ টি বৌদ্ধ মন্দির অবস্থিত।বৌদ্ধ ধর্মীয় ক্যায়াং পরিচালনা সহ ধর্মীয় বিভিন্ন দিকে উন্নয়নের লক্ষ্যে ২য় বারের মতো বান্দরবানে শুরু হত যাচ্ছে তিন দিন ব্যাপি বৌদ্ধ ভিক্ষু সম্মেলন ২০২৩। এ উপলক্ষে পার্বত্য বৌদ্ধ ভিক্ষু সম্মেলন কমিটির আয়োজনে সম্মেলনের বিষয়বস্তু তুলে ধরার লক্ষ্যে ১৬ই মার্চ (বৃহস্পতিবার) সকালে জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনিস্টিউটের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান বৌদ্ধ অনাথালয়ের সাধারণ সম্পাদক উঃ তিক্ষিন্দ্রিয় থেরো, অংজেয়া জাদি বৌদ্ধ বিহার অধ্যক্ষ ভদন্ত নাইন্দিয়া থেরো,বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,সাধারণ সম্পাদক মিনারুল হক সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।সংবাদ সম্মেলনে জানানো হয় ২য় বারের মতো অনুষ্ঠিত এবারের বৌদ্ধ ভিক্ষু সম্মেলনে তিন পার্বত্য জেলা হতে বৌদ্ধ ধর্মীয় গুরু,দায়ক দায়িকারা অংশগ্রহণ করবেন।এছাড়াও সম্মেলন উপলক্ষে অনুষ্ঠান স্থলে নিরাপত্তা ব্যাবস্থা জোরদারের ব্যাবস্থা গ্রহণ করেছে সম্মেলন প্রস্তুতি কমিটি,১৭ই মার্চ সম্মেলন উদ্বোধন করবেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।