মঙ্গলবার ২১ মার্চ ২০২৩



বান্দরবানে ৩ উপজেলায় ফের অনির্দিষ্টকালের জন্য পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা


আলোকিত সময় :
16.03.2023

বশির আহাম্মদ, বান্দরবান জেলা প্রতিনিধি :

বান্দরবানের সীমান্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানের কারনে গত বছরের ১৭ অক্টোবর থেকে শুরু হওয়া ভ্রমণ নিষেধাজ্ঞা ফের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় আরোপ করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট ইয়াসমিন পারভীন তিবরীজির সই করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বান্দরবান পার্বত্য জেলার রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থানীয় ও বিদেশি পর্যটক ভ্রমণ নিষিদ্ধ করা হলো। এছাড়া বান্দরবান জেলার অন্যান্য উপজেলায় পর্যটকরা ভ্রমণ করতে পারবেন। প্রতিবছর শীত মৌসুমে জেলায় হাজার হাজার পর্যটকের আগমন ঘটলেও এবার দফায় দফায় নিষেধাজ্ঞা জারি থাকায় দেশি-বিদেশি পর্যটক না যাওয়ার কারনে জেলার দুই শতাধিক হোটেল-মোটেল ও পাঁচ শতাধিক পর্যটক গাইড কর্মশূন্য হয়ে পড়ে। বান্দরবান হোটেল মোটেল মালিক সমিতির অর্থ সম্পাদক রাজিব বড়ুয়া বলেন, নিষেধাজ্ঞার কারণে জেলায় পর্যটকের আগমন ফের কমবে। গত ১০ ফেব্রুয়ারি রোয়াংছড়ি ও থানচি উপজেলার ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে প্রশাসন। বুধবার সে নিষেধাজ্ঞা আবার জারি করে। পাহাড়ে আইনশৃঙ্খলা বাহিনীর জঙ্গি বিরোধী অভিযানের কারণে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে গত ১৮ অক্টোবর থেকে রুমা ও রোয়াংছড়ি উপজেলায় অনির্দিষ্টকালের জন্য পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় প্রশাসন। এরপর ধারাবাহিকভাবে থানচি ও আলীকদম উপজেলাও নিষেধাজ্ঞা দেয়া হয়। পরবর্তীতে দফায় দফায় উপজেলা ভিত্তিক নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করে আসছে প্রশাসন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি