
মুঃ মুজিবুর রহমান,বাউফল প্রতিনিধি :
এমপিওভূক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে পটুয়াখালীর বাউফলে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করেছেন বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ,কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর সড়কে ঘন্টাব্যাপী এ কর্মসুচী পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আবু জাফর। ধানদী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মঞ্জুর মোর্শেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. সোহরাব হোসেন, কর্পুরকাঠী ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি, বীরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম রাসেল, নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাঈনুল ইসলাম , বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এ্যাসোসিয়েশনের বাউফল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও ইন্দ্রকুল বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষক মো. আব্দুস ছালাম শরীফ প্রমুখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমিনের কাছে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নেতারা।