
উত্তম চক্রবর্তী,মণিরামপুর প্রতিনিধি :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষার ব্যপক উন্নতি হয়েছে। জাতির সার্বিক উন্নয়নের পাশাপাশি দেশের বৃহৎ উন্নয়নের ফলে আজ বাংলাদেশের চেহারা পাল্টে গেছে। বৃহস্পতিবার বিকালে মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের মুক্তারপুর গোয়ালবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের উদ্ধমুখী সম্প্রসারিত ভবনের (২য় ও ৩য়) অংশের ও প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন, শেখ হাসিনার আমলে যোগাযোগ ও শিক্ষাসহ বিভিন্ন খাতে যে উন্নয়ন হয়েছে তা বলে শেষ করা যাবে না। শিক্ষা খাতে যে উন্নয়ন হয়েছে তা অন্য কোনো দেশের বা সরকারের পক্ষে এত অল্প সময়ের মধ্যে উন্নয়ন করা সম্ভব হয়নি। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারণে। এ সময় তিনি দেশ ও জাতির উন্নয়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবার আওয়ামী লীগকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। মুক্তারপুর গোয়ালবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল হক ঢালীর সভাপতিত্বে এবং হরিহরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাষ্টার রিপন কুমার ধরের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ কাজী মাহমুদুল হাসান। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এড. বশির আহমেদ খান, মণিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, পাশ্ববর্তী ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম,
হরিহরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শিক্ষক মফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা মাষ্টার ফরিদ উদ্দীন, আকবার আলী, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক আহবায়ক সাহাজান কবির, স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম হোসেন, ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর হোসেন, যুবলীগ নেতা হারুন অর রশীদ, মারুফ হোসেন তোতা, সেচ্ছা সেবক লীগ নেতা আশরাফুল ইসলাম, মনিরুজ্জামান মনি, হরিহরনগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মহিলা মেম্বার প্রার্থী মোছাঃ রেবেকা সুলতানা সহ সকল ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ সহ অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।