মঙ্গলবার ২১ মার্চ ২০২৩
  • প্রচ্ছদ » আলোকিত জনপথ » খাগড়াছড়ির ভাইইবোনছড়ায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সোলার হোম বিতরণ



খাগড়াছড়ির ভাইইবোনছড়ায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সোলার হোম বিতরণ


আলোকিত সময় :
17.03.2023

এস চাঙমা সত্যজিৎ, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন “”পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প – ২য় পর্যায়  শীর্ষক প্রকল্পের আওতায় সোলার হোম সিস্টেম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

বৃহস্পতিবার ১৬ মার্চ ২০২৩ খাগড়াছড়ির সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের মিলেনিয়াম ভাইবোনছড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে বিদ্যুৎবিহীন এলাকায় সোলার হোম সিস্টেম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন  উপজাতীয় শরনার্থী প্রত্যাবাসন ও পূনর্বাসন এবং আভ্যন্তরিণ উদ্ভাস্তু নির্দিষ্টকরণ ও পূনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা সম্পন্ন) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌর সভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলার উপজেলা চেয়ারম্যান সানে আলম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক হারুন- অর- রশীদ প্রমূখ। এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাইবোনথড়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি রতন জ্যোতি ত্রিপুরা, মিলেনিয়াম ভাইবোনছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাতু মনি চাকমা, ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজন চাকমা।

প্রধান অতিথি মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান পার্বত্য জেলার উন্নয়নে প্রধানমন্ত্রী দেশ পরিচালনার জন্য সারা বিশ্বে আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।

উল্লেখ্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন “পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প – ২য় পর্যায় ৪০ হাজার পরিবারের মধ্যে বিতরণ করা হবে। তন্মধ্যে আজ ভাইবোনছড়া ইউনিয়নে এক হাজার সাতাত্তরটি বিতরণ করা হয়েছে। ইতি পূর্বে প্রথম পর্যায়ে দশ হাজার সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি