মঙ্গলবার ২১ মার্চ ২০২৩
  • প্রচ্ছদ » আলোকিত জনপথ » ধর্মপাশায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত



ধর্মপাশায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত


আলোকিত সময় :
17.03.2023

এম এম এ রেজা পহেল, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ধর্মপাশায় পুষ্পস্তবক অর্পন,আলোচনা সভা, কেক কাটা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১৭ই মার্চ) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর জীবনীর উপর কুইজ, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকারারে সভাপতিত্বে ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. অলিদুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য দেন, ধর্মপাশা সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. আলী ফরিদ, , উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. মোনতাসির হাসান বিল্লাহ, ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান , উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল, সঞ্জয় রায় চৌধুরী, মোকারম হোসেন, গোলাম ফরিদ খোকা প্রমুখ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পূর্বে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ,, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। পরবর্তীতে ধর্মপাশা ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিশোর কিশোরী ক্লাবের আয়োজনে কেককাটা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি