
বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধ :
শিশু হও, শিশুর মতো হও। ‘শিশুর মতো হাসতে শেখো ” ‘”দুনিয়ার ভালোবাসা পাবে,—জাতির পিতা ”বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ””” বান্দরবানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মহামানবের জন্মদিন আজ ১৭ ই মার্চ শুক্রবার সকালে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরো শ্রদ্ধা নিবেদন করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা, জেলা প্রশাসন ইয়াছমিন পারভীন তিবরীজি,পুলিশ সুপার তারিকুল ইসলাম পিপিএম বান্দরবান, পৌর প্রশাসনসহ জেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত স্কুল, কলেজ শিক্ষাথীরা কোমল মনের শিশু, কিশোর। পরে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার তারিকুল ইসলাম পিপিএম, মেয়র ইসলাম বেবী পৌরসভা, প্রশাসনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এদিকে বেলুন উড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে পরে বান্দরবান রাজার মাঠ থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে এসে শেষ হয়। মসজিদে বিশেষ মোনাজাত,দোয়া মাহফিল এবং বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।