মঙ্গলবার ২১ মার্চ ২০২৩
  • প্রচ্ছদ » জাতীয় » সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারী সোহেল গ্রেপ্তার



সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারী সোহেল গ্রেপ্তার


আলোকিত সময় :
18.03.2023

নিজস্ব প্রতিবেদক :

ডাচ্-বাংলা ব্যাংকের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারী সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে আরও ৮৭ লাখ টাকা উদ্ধার করা হয়।

শনিবার (১৮ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ।

তিনি বলেন, শুক্রবার (১৭ মার্চ) রাতে সাভারের হেমায়েতপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

টাকা ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত ৭ কোটি ৮৮ লাখ ৫৬ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় মোট ১২ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

গত বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে রাজধানীর উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ-সংলগ্ন এলাকা থেকে ডাচ্-বাংলা ব্যাংকের টাকা বহনকারী গাড়ি থেকে সোয়া ১১ কোটি টাকা ছিনতাই হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি