বুধবার ২৯ নভেম্বর ২০২৩
  • প্রচ্ছদ » প্রবাস » দেশ ও প্রবাসীদের কল্যাণে কাজ করার পাশাপাশি বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান



দেশ ও প্রবাসীদের কল্যাণে কাজ করার পাশাপাশি বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান


আলোকিত সময় :
09.04.2023

আলোকিত সময় ডেস্ক :

দেশ ও প্রবাসীদের কল্যাণে কাজ করার পাশাপাশি বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানিয়েছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।

গতকাল দোহার গ্র্যান্ড কাতার প্যালেস হোটেলে মাদারীপুর প্রবাসী মানব কল্যাণ সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
মাদারীপুর মানবকল্যাণ সংস্থার সভাপতি মিঠু বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহামুদুর হাসান।

সাংগঠনিক সম্পাদক কে এম সুহেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার মো. কামাল উদ্দিন, বাংলাদেশ কমিউনিটির সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন, সংগঠনের প্রধান উপদেষ্টা নুরুল হক বেপারী, রাসেল হাওলাদার, সোহাগ মৃধা, আশিকুজ্জামান আশিক, বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, রাজ রাজিব, গোলাম সারওয়ার মিশু, ওবায়দুল রহমানসহ অন্যরা বক্তব্য দেন।

এ ছাড়া সেলিম বেপারী, তৌহিদ খান, রুবেল মুন্সি, ইমারত কাজী, আসাদুজ্জামান, মোহাম্মদ রফিক, সুমন, মোরসালিনসহ বিভিন্ন সামাজিক, আঞ্চলিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দেশ-জাতির সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মোস্তাফিজুর রহমান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি