বুধবার ২৯ নভেম্বর ২০২৩



সিঙ্গাপুরে ম্যাচের একদিন আগেই সব টিকিট শেষ


আলোকিত সময় :
29.04.2023

নিজস্ব প্রতিবেদক :

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব খেলতে বাংলাদেশের মেয়েরা এখন সিঙ্গাপুর অবস্থান করছে। আগামীকাল রবিবার স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। এই ম্যাচ ঘিরে প্রবাসী দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। ম্যাচের একদিন আগেই সব টিকিট শেষ হয়ে গেছে! টিকিট না পেয়ে হতাশ হয়েছেন অনেক দর্শক।

রবিবার সিঙ্গাপুরের জিলান বাসার স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৬টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচ সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের সমর্থন পেয়ে আপ্লুত কোচ গোলাম রব্বানী ছোটন, ‘সিঙ্গাপুরে আমরা দেশি ভাইদের সমর্থন পাচ্ছি। এটা আমাদের জন্য বড় পাওয়া। আশা করি আগামীকালও আমরা এই সমর্থন কাজে লাগিয়ে মাঠে জয় আদায় করব।’

বাছাইয়ের পরবর্তী রাউন্ডে যেতে হলে বাংলাদেশকে আগামীকাল জিততেই হবে। ছোটন আরও বলেন, ‘টুর্নামেন্টে পরবর্তী পর্বে খেলতে হলে আমাদের জিততে হবে। আমরা জয়ের লক্ষ্যেই মাঠে নামব। সিঙ্গাপুর যথেষ্ট ভালো দল। কয়েকজন খেলোয়াড় রয়েছেন যারা ট্যাকনিক্যালি খুব ভালো। আমরা নিজেদের খেলাটাই খেলতে চাই।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি