শুক্রবার ৪ অক্টোবর ২০২৪



ঝিকরগাছায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ


আলোকিত সময় :
17.06.2023

জহিরুল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি :
যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন  ৮৬,  যশোর-২ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবঃ অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন এমপি।

১৭ জুন (শনিবার ) ঝিকরগাছা উপজেলা পরিষদের মুক্তমঞ্ছে এ আয়োজন করা হয়। ঝিকরগাছায় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল হকের সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ঝিকরগাছা যুবলীগ নেতা মোঃ সেলিম রেজা।  আরও উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,  ঝিকরগাছা উপজেলা কৃষি অফিসার  কৃষিবিদ মোঃ মাসুদ হোসেন পলাশ।
এছাড়াও  উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা কৃষি অফিসের  বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালানয় ছিলেন কৃষিবিদ  মোঃ আব্দুল্লাহ আল মামুন।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি