শুক্রবার ৪ অক্টোবর ২০২৪



ভিয়েতনাম বিচিমুক্ত লিচুতে বাজিমাত করছে, কেজি প্রায় ৩৭শ’ টাকা


আলোকিত সময় :
17.06.2023

আলোকিত সময় ডেস্ক :

বিচিমুক্ত (সিডলেস) লিচু চাষ করে বাজিমাত করছে ভিয়েতনাম। বিশ্ববাজারে ব্যাপক চাহিদা থাকায় বেশ ভালো দামও পাওয়া যাচ্ছে। বিজ্ঞানের কল্যাণে লিচু থেকে বিচি ঝেড়ে ফেলতে পেরেছে ভিয়েতনামীরা। ফলে রসালো এই ফল আছে অনেকেরই আকর্ষণে কেন্দ্রবিন্দুতে।

জাপান, যুক্তরাষ্ট্র ও চীনসহ বেশ কয়েকটি দেশে চড়া মূল্যে রপ্তানি করা হচ্ছে ভিয়েতনামি সিডলেস লিচু। দেশটির গণমাধ্যমের খবর বলছে, প্রতি কেজি লিচু গড়ে ৩৪ ডলারে বিক্রি হচ্ছে। যা বাংলাদেশি টাকায় ৩৭০০ টাকার বেশি।
পরীক্ষামূলকভাবে ৩০ হেক্টর জমিতে এই সিডলেস লিচু চাষ করা হয়েছে। ফলনও বেশ ভালো পাওয়া। এরই মধ্যে জাপানে ও ব্রিটেনে রফতানি করা হয়েছে ১১০০ কিলোগ্রাম লিচু। এ তথ্য দিয়েছে প্রদেশটির কৃষি ও গ্রামীণ উন্নয়ন বিভাগ।

সাধারণ লিচুর চেয়ে এতে চিনির পরিমাণ কম। ফলে যেসব মানুষের ডায়াবেটিস আছে, তারাও নিরাপদে খেতে পারেন। ভিয়েতনামেও প্রায় একই দামে বিক্রি হচ্ছে এই লিচু। অর্থাৎ সাধারণ লিচুর চেয়ে ২০ গুণ দামে বিক্রি হচ্ছে এসব লিচু। ভিয়েতনামে লিচু চাষের আগে সেদেশের ব্যবসায়ীরা জাপান থেকে প্রতি কিলোগ্রাম লিচু ৫০ লাখ ভিয়েতনামী ডলারে আমদানি করতেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি