চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম নগরীর ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ডস্থ আবদুর রহমান সড়ক, এসি দত্ত লেইন, জেল রোড, লালদিঘী পাড় সড়ক এবং বান্ডেল সেবক কলোনী হতে বান্ডেল রোড সড়ক ও আরসিসি ড্রেইন নির্মাণের উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
সোমবার (১৯ জুন) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যের মেয়র বলেন, আন্দরকিল্লা ওয়ার্ড ধর্মীয় ও বাণিজ্যিক কারণে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এ কারণে এই ওয়ার্ডের সড়কগুলো সংস্কারের পাশাপাশি টেকসই আরসিসি ড্রেন নির্মাণ করে দেয়া খুবই জরুরি যাতে ভবিষ্যতে এ এলাকার মানুষ জলাবদ্ধতা থেকে মুক্ত থাকতে পারে পাশাপাশি সড়কগুলো পানি জমে সহজে নষ্ট না হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-কাউন্সিলর জহর লাল হাজারী, সংরক্ষিত নারী কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুল হুদা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিপ্লব দাশ, নির্বাহী প্রকৌশলী ফারজানা মুক্তা এবং সহকারী প্রকৌশলী আসীর হামীম, উপ-সহকারী প্রকৌশলী তানজিম ভূঁইয়া, জাহাঙ্গীর আলম, নেছার আহমদ প্রমুখ।