মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪



মুজিবশতবর্ষের ঘর পাচ্ছেন শ্রীমঙ্গলের আরো ১৪৮ ভূমিহীন পরিবার


আলোকিত সময় :
20.03.2023

সুভাষ দাশ তপন, শ্রীমঙ্গল,মৌলভীবাজার প্রতিনিধি:

মুজিবশতবর্ষ উপলক্ষ প্রধানমন্ত্রীর উপহারের জমিসহ ঘর পাচ্ছেন শ্রীমঙ্গল উপজেলার আরো ১৪৮ ভূমিহীন ও গৃহহীন পরিবার। ২২ মার্চ  প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি উদ্বোধনের পর শ্রীমঙ্গল উপজেলায় ১৪৮ ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘরের মালিকানা হস্তান্তর করবে উপজেলা প্রশাসন।
সোমবার (২০ মার্চ) বিকেল ৪টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের হল রোমে উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে সংবাদ সম্মেলনে জানানো হয়, ২২ মার্চ শ্রীমঙ্গলে ভুমহীনদের মাঝে চতুর্থ পর্যায়ের দ্বিতীয় দফায় ১৪৮টি ঘর হস্তান্তর করা হবে। এরমধ্যে শ্রীমঙ্গল উপজেলার ঢলু ছড়া এলাকায় ১০৮টি, জাম্বুরাছড়া ২৪টি, খলিলপুর ১০টি এবং টিকরিয়া এলাকায় ৬টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এর আগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পর্যায়ে ৬৫০টি পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে। সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সন্ধীপ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন, বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ছমরু মিয়া, প্রেক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সম্পাদক ইমাম হোসেন সোহেলসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি